‘শেকড় কন্যা’ শাহানার অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৩

জাগরণীয়া ডেস্ক

মুখমণ্ডলে ‘শেকড়’ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শাহানা খাতুনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়কারী চিকিৎসক সামন্ত লাল সেন জানান, দেড় ঘণ্টা ধরে শাহানার অস্ত্রোপচার চলে। এখন তার অবস্থা ভালো। ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরের শাহানার মুখে এই অস্ত্রোপচার হয় বলে জানান তিনি।  

এর আগে নেত্রকোনার মেয়ে শাহানার থুতনি, নাক, দুই কানের লতিতে গাছের শেকড় নিয়ে কয়েক দিন আগে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি হয়। শেকড়গুলোতে ব্যথা হতো এবং চুলকাতো। 

চিকিৎসকেরা বলছেন, শাহানা ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ বা এ ধরনের কোনো রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামেও পরিচিত। শাহানার ক্ষেত্রে ‘আরলি ট্রি-ম্যান সিনড্রোম’ বলা যায়।

এ নিয়ে  গত ৪ ফেব্রুয়ারি (শনিবার) শাহানার ব্যাপারে করণীয় ঠিক করতে বার্ন ইউনিটের ঊর্ধ্বতন চিকিৎসকেরা বৈঠক করেন। ওই বৈঠকে তার অস্ত্রোপচার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। অস্ত্রোপচারের সময় সামন্ত লাল সেন, আবুল কালামসহ বেশ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

বার্ন ইউনিটে বর্তমানে শাহানা ছাড়াও ‘বৃক্ষমানব’ আবুল বাজনদার ও শিশু রিপন দাস চিকিৎসাধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত