এবার ‘শেকড় কন্যার’ সন্ধান

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:৩০

জাগরণীয়া ডেস্ক

খুলনার আবুল হোসেন (২৬) বৃক্ষমানবের পর ঢামেকে এবার শেকড় কন্যার সন্ধান পাওয়া গেছে। তার নাম সাহানা (১০)। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুরচর গ্রামে সাহানাদের বাড়ি।

বিরল রোগে আক্রান্ত সাহানাকে ২৯ জানুয়ারি (রবিবার) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

৩০ জানুয়ারি (সোমবার) সকালে ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন বলেন, মেয়েটির গালে, নাকে, থুতনিসহ একাধিক স্থানে শেকড় গজিয়েছে। তবে তাঁর শেকড়ের মাত্রা অনেক কম। এ কারণে তাঁর সেরে ওঠার সম্ভবনা রয়েছে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুরচর গ্রামের দিনমজুর শাহজাহান মিয়ার একমাত্র কন্যা সাহানা। দুই বছর বয়সে সে মা হারায়। স্ত্রীর মৃত্যুর পর মেয়ের মুখের দিকে তাকিয়ে শাহজাহান কাটিয়ে দিয়েছেন ৮টি বছর। দাদির কাছেই বেড়ে উঠছে সাহানা। সে কলমাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

সাহানার বাবা শাহজাহান বলেন, দুই বছর বয়সে হাসানার গালে, নাকে, থুতনিতে শেকড় গজাতে থাকে। এগুলো বড় হচ্ছিল। প্রথমে স্থানীয় হোমিও চিকিৎসকের কাছ থেকে ওষুধ খাওয়াই। কিন্তু কোনো উপকার পাইনি।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, আবুল বাজানদার যে রোগে আক্রান্ত, সাহানাও একই রোগে আক্রান্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত