৬৭ শতাংশ এইডস রোগী প্রবাস ফেরত

প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ১৬:০৫

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা ৬৭ শতাংশ প্রবাস ফেরত বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রেজাউল হক।

৯ জুলাই (সোমবার) রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ‘সেন্ট্রাল লেবেল কনসাল্টেশন অব কমিউনিটি ফোরাম’ শীর্ষক এই আলোচনা সভাটি আয়োজন করে কমিউনিটি ফোরাম এবং ইউএনএআইডিএস।

এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে চিহ্নিত এইডস রোগীদের ৬৭ শতাংশ দীর্ঘদিন বিদেশে ছিলেন। তারপরেই আছে ট্রাকচালকসহ অন্যান্যরা। 

এই রোগের প্রধান কারণ অজ্ঞতাএ চিহ্নিত করে তিনি বলেন, এইডস নিয়ে অনেক সামাজিক  ট্যাবু আছে তা ভাঙতে হবে। বৈষম্য দূর করতে হবে। সংবিধানে যে অধিকারের কথা বলা আছে, তা রোগীদের জন্য নিশ্চিত করতে হবে।

এসময় তিনি এইডস নিয়ে পরিকল্পনা স্তরের বিভিন্ন সেক্টরে সমন্বয়হীনতার কথা তুলে ধরেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ফোরামের কনভেনার শেলী আহমেদ, ইউএনএআইডিএস’র কান্ট্রি ম্যানেজার সামিয়া খান, সেভ দ্যা চিলড্রেন’র চিফ অব পার্টি রিমা রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত