রোহিঙ্গাদের সেবায় অর্থোপেডিক সার্জন টিম কক্সবাজারে

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৩

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সার্জনদের একটি টিম এখন কক্সবাজারে আছে। 

২৫ সেপ্টেম্বর (সোমবার) চিকিৎসকরা মিয়ানমারে হামলা, নির্যাতন ও গুলিতে গুরুতর আহত ১৬ রোহিঙ্গা রোগীর অপারেশন করেছেন।

২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) চিকিৎসকরা আরো ১৫ জন রোহিঙ্গার অপারেশন করবেন এবং তাদের প্রয়োজনীয় ইমপ্লান্ট, অ্যান্টিবায়োটিকসহ অপারেশনের যাবতীয় সহায়তা বিনামূল্যে দেবেন।

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আয়োজনে ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহর তত্ত্বাবধানে অর্থোপেডিক সার্জনদের দলটি কক্সবাজার পৌঁছান।

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সার্জনদের এ টিমে রয়েছেন- হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ, সহযোগী অধ্যাপক ডা. মোনায়েম হোসেন, ডা. মো. ওয়াহিদুর রহমান, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. মো. মিজানুর রহমান চৌধুরী, ডা. মো. নাসির উদ্দিন, ডা. প্রভাষ চন্দ্র সাহা, ডা. রাজীব আহমেদ, স্টাফ নার্স মো. আব্দুল হামিদ প্রমুখ।

এ কার্যক্রমের সার্বিক সহযোগিতা করবে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পু চ নু ও সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আয়ুব আলী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত