ক্যান্সারের প্রধান কারণ দূষিত পরিবেশে জীবনযাপন

প্রকাশ : ৩১ আগস্ট ২০১৭, ২১:০৫

জাগরণীয়া ডেস্ক

ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণ বেশির ভাগ ক্ষেত্রেই দূষিত পরিবেশে জীবনযাপন। বিশেষজ্ঞরা বলছেন, জিনগত কারণে নয় মূলত ভুল জীবনযাপনের কারণেই মারাত্মক ক্যান্সার হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি। 

ক্যান্সারের কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষকদের মধ্যে বিতর্ক চলে আসছে। অনেকের ধারণা ক্যান্সার জীবনযাপনের কারণে হয়। আর অনেকের ধারণা, ক্যান্সার দূষিত পরিবেশের কারণে হয়। এক্ষেত্রে কোন বিষয়টি প্রধানত দায়ী- শরীরের সহজাত উপাদান, নাকি বাহ্যিক উপাদান এটি নিয়েই মূল বিতর্ক। 

এ বিষয়ে নিউ ইয়র্কের স্টোনি ব্রুক ক্যান্সার সেন্টারের একদল চিকিৎসক দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। তারা দেখতে পেয়েছেন, ৭০ থেকে ৯০ শতাংশ ঝুঁকি তৈরি হচ্ছে বাহ্যিক উপাদান থেকে। 

এ বিষয়ে ডা. ইউসুফ হাননুন বলেন, ‘ক্যান্সারের পেছনে বাহ্যিক উপাদান বড় ভূমিকা রাখছে। একে দুর্ভাগ্য বলে এড়িয়ে যাওয়া যাবে না। তারা ধূমপান করবে এবং ক্যান্সার হলে ভাগ্যের দোষ দেবে—সেটা করতে পারবে না। ’

গবেষকরা অবশ্য এখনো ক্যান্সারের সব কারণ বের করতে পারেননি। 

ক্যান্সার রিসার্চ ইউকের ডা. এমা স্মিথ বলেন, ‘ধূমপান না করা, সঠিক ওজন ধরে রাখা, সুষম খাবার খাওয়া ও অ্যালকোহলের মাত্রা কমিয়ে আনলেই ক্যান্সার হবে না—এটা নিশ্চিত করা যায় না। তবে এগুলো করলে এ রোগের ঝুঁকি নাটকীয়ভাবে কমিয়ে আনা যাবে। ’

গবেষকরা জানান, এ গবেষণার ফলাফলে জানা গেছে, দূষিত পরিবেশে জীবনযাপনের কারণে ক্যান্সারের হার বহুগুণ বৃদ্ধি পায়। দূষিত পরিবেশ ত্যাগ করলে ও সুস্থ জীবনযাপন করলে ক্যান্সারের হার কমে যাবে। 

গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ন্যাচার জার্নালে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত