ভ্যাজাইনাল ক্যানসারের ছয় কারণ

প্রকাশ : ১৪ জুলাই ২০১৭, ১৫:৩২

জাগরণীয়া ডেস্ক

ভ্যাজাইনাল ক্যানসার সারা বিশ্বেই নারীদের ক্ষেত্রে বেশ প্রচলিত। ধূমপান, মদ্যপান ইত্যাদি ভ্যাজাইনাল ক্যানসারের অন্যতম ঝুঁকির কিছু কারণ।

এ ছাড়া ভ্যাজাইনাল ক্যানসারের আরো কারণের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।

অতিরিক্ত মদ্যপান
অতিরিক্ত মদ্যপান ভ্যাজাইনাল ক্যানসারের একটি বড় কারণ। গবেষণায় বলা হয়,যেসব নারী মদ্যপান করেন না,তাদের তুলনায় যাঁরা মধ্যপান বেশি করেন,তাদের ভ্যাজাইনাল ক্যানসারের হার বেশি। তাই ভ্যাজাইনাল ক্যানসারের ঝুঁকি কমাতে মদ্যপান এড়িয়ে চলুন।

ধূমপান
এই রোগের ক্ষেত্রে অন্যতম আরেকটি ঝুঁকির কারণ হলো ধূমপান। গবেষণায় বলা যায়, যেসব নারী বেশি ধূমপান করে, তাদের ভ্যাজাইনাল ক্যানসারের হার বেশি।

জরায়ুমুখের ক্যানসার
জরায়ুমুখের ক্যানসার থাকলে ভ্যাজাইনাল ক্যানসার হতে পারে। মদ্যপান ও ধূমপান জরায়ুমখের ক্যানসারের ক্ষেত্রেও ঝুঁকির কারণ।

হিউম্যান পেপিলোমা ভাইরাস
হিউম্যান পেপিলোমা ভাইরাসও ভ্যাজাইনাল ক্যানসারের আরেকটি কারণ। এটি প্রতিরোধে ভ্যাকসিন নিন।  

ভ্যাজাইনাল ইরিটেশন
ভ্যাজাইনাল ইরিটেশনের কারণে অনেক সময় ভ্যাজাইনায় ক্যানসার হয়। দীর্ঘমেয়াদে ভ্যাজাইনাল ইরিটেশনের সঠিক চিকিৎসা না নিলে অনেক সময় ভ্যাজাইনাল ক্যানসার হতে পারে।

এইচআইভি
অনেক সময় এইচআইভি আক্রান্ত রোগীরা জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হয়। এটি থেকে ভ্যাজাইনায় ক্যানসার হতে পারে।

ভ্যাজাইনার ক্যানসার প্রতিরোধে
ধূমপান ও মদ্যপান এড়িয়ে যেতে হবে।
হিউম্যান পেপিলোমা ভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন নিন।
যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়মিত চেকআপের মধ্যে থাকুন।

সূত্র: এনটিভি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত