হার্ট ফেইলুর (Heart Failure) কি?

প্রকাশ : ১১ জুলাই ২০১৭, ২০:৩৪

জাগরণীয়া ডেস্ক

এটা হৃদপিন্ডের এমন একটা অবস্থা যখন সে আর শরীরের প্রয়োজন অনুযায়ী রক্ত পাম্প করতে পারেনা। যেহেতু এটা হওয়ার পেছনে বহু কারন আছে, হার্ট ফেইলুরকে তাই বিভিন্ন ভাবে শ্রেনী বিন্যাস করা যায়। সাধারণত কোনো কারনে যদি শরীরে পানির পরিমান বেড়ে যায় অথবা হার্ট এর উপর প্রেসার বেড়ে যায় অথবা হার্ট এর মাংস পেশী কোনো কারনে ঠিকমতো কাজ না করে তাহলেই হার্ট পাম্প করতে ব্যর্থ হয় বা ফেইলুর হয়।

ইকোকার্ডিওগ্রাম এটা নির্ণয়ে খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। ভিন্ন ভিন্ন ধরনের হার্ট ফেইলুর এর সাধারন কিছু চিকিৎসা এক হলেও এর প্রকৃত চিকিৎসা রোগের প্রকৃত কারণের উপরই নির্ভরশীল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত