হার্ট ব্লক (Heart Block) কি?

প্রকাশ : ১১ জুলাই ২০১৭, ২০:৩১

জাগরণীয়া ডেস্ক

হৃদপিন্ড মাংস পেশী দারা তৈরি একটি পাম্প যার কাজ বিরামহীন রক্ত পাম্প করে যাওয়া। সাধারণ পানির পাম্পের মতো এই হৃদপিন্ডও বৈদ্যুতিক শক্তিতে চলে, পার্থক্য এই যে এর বৈদ্যুতিক জেনারেটরটি এর ভেতরেই থাকে এবং তা হৃদপিন্ড এর কোষ দিয়েই তৈরী। বৈদ্যুতিক তারের মতো এক ধরণের টিস্যু বা কলা দিয়ে হার্ট ঐ জেনারেটরের সাথে সমস্ত কোষের সংযোগ ঘটিয়ে থাকে।

এই টিস্যুর নাম কন্ডাক্টিং টিস্যু (conducting tissue) এবং কোথাও যদি এই টিস্যু বাধাপ্রাপ্ত হয় বা নষ্ট হয়ে যায় তাহলে এর পরবর্তী অংশে বিদ্যুৎ প্রবাহিত হতে পারেনা আর একেই বলে হার্ট ব্লক (Heart block)। হার্ট ব্লক তিন প্রকার, ফার্স্ট ডিগ্রী, সেকেন্ড ডিগ্রী ও থার্ড ডিগ্রী। শেষের দুই প্রকার হার্ট ফেইলুর এ হার্ট এর ভেতর পেস মেকার বসানো লাগতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত