ভার্জিনিয়া রেজ্জি রোমের প্রথম নারী মেয়র

প্রকাশ : ২০ জুন ২০১৬, ১১:৫২

জাগরণীয়া ডেস্ক

ইতালির রোম শহরের মেয়র নির্বাচনে বড় জয় পেয়েছে ফাইভ স্টার মুভমেন্ট পার্টি। এ জয়ের মধ্য দিয়ে শহরটির প্রথম নারী মেয়র হলেন ওই দলের নেত্রী ভার্জিনিয়া রেজ্জি। 

রবিবার (১৯ জুন) অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে মোট ভোটের দুই-তৃতীয়াংশই পেয়েছেন তিনি। এই ভোটে ভার্জিনিয়া ইতালির ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির (পিডি) মেয়র প্রার্থী রবার্তো জাকেত্তিকে পরাজিত করেন।

অল্প সময়ের মধ্যে ইতালির রাজনীতিতে সবার নজর কেড়ে নেওয়া ৩৭ বছর বয়সী এই নারী পেশায় আইনজীবী ও স্থানীয় কাউন্সিলর। 

রাজ্জি ২০০৯ সালে কৌতুকাভিনেতা বেপ্পে গ্রিলো প্রতিষ্ঠিত সরকারবিরোধী দল ফাইভ স্টার মুভমেন্টের (এমফাইভএস) একজন তারকা প্রার্থী। 

ডেমোক্রেটিক পার্টির (পিডি) নেতৃত্বে গঠিত কোয়ালিশন সরকারের বিরুদ্ধে মধ্য-বামপন্থী সমর্থিত এমফাইভএস দলটি এখন বেশ ভালো অবস্থায় রয়েছে। রোমের মেয়র নির্বাচনে ফাইভ স্টার পার্টির জয় ২০১৮ সালে অনুষ্ঠেয় দেশটি পার্লামেন্ট নির্বাচনের জন্য ভিত করে দেবে। ২০০৯ সালে ইতালির কৌতুক অভিনেতা বেপ্পে গ্রিলো ফাইভ স্টার পার্টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু করে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত