ক্রোয়েশিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ

প্রকাশ : ২১ মে ২০১৬, ১৭:২৬

জাগরণীয়া ডেস্ক

২০১৫ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। ঐ নির্বাচনের মাধ্যমে মধ্য-বামপন্থীদের হারিয়ে দেশটিতে ক্ষমতায় আসে ডানপন্থীরা। এর আগে দেশটিতে ছয় বছর ধরে চলা ব্যবসায়িক মন্দা কাটাতে রাজনৈতিক সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়।

৪৬ বছর বয়সী কিতারোভিচ ক্রোয়েশিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (এইচডিজেড) দলের একজন রক্ষণশীল সদস্য। মূলত এই রাজনৈতিক দলটির আন্দোলনেই ১৯৯১ সালে সাবেক যুগোস্লাভিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ক্রোয়েশিয়া।

কিতারোভিচ এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও ন্যাটোর মহাসচিবের সহকারী হিসেবে কাজ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত