এভারেস্টের চূড়ায় প্রথম বাংলাদেশের নারী নিশাত

প্রকাশ : ২১ মে ২০১৬, ১৭:২০

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল-সবুজ পতাকা ওড়িয়েছেন নিশাত মজুমদার।

নিশাতের পর্বতারোহণের শুরুটা ২০০৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কেওক্রাডং জয়ের মাধ্যমে। ঐ বছর তিনি এভারেস্ট বেসক্যাম্পে যান। ২০০৭ সালে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ নেন নিশাত মজুমদার। একই বছর তিনি হিমালয় পর্বতমালার মেরা পর্বতশৃঙ্গ (২১,৮৩০ ফুট) জয় করেন। ২০০৮ সালে তিনি সিঙ্গুচুলি (২১,৩২৮) জয় করেন।

২০০৯ সালে তিনি ভারত-বাংলাদেশ যৌথ মাকালু অভিযানে অংশ নেন। ২০১০ সালে তিনি হিমালয়ের নেপাল-বাংলাদেশ মৈত্রী পর্বতশৃঙ্গ (২০,৫২৮ ফুট) জয় করেন। ২০১১ সালে নিশাত মানাসুলু অভিযানে অংশ নিয়ে ৭,০০০ মিটার পর্যন্ত আরোহন করেন।

১৯৮১ সালের ৫ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জে তার জন্ম। দুই বোন ও দুই ভাইয়ের মধ্যে নিশাতের অবস্থান দ্বিতীয়। নিশাত মজুমদার বর্তমানে ঢাকা ওয়াসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে চাকরি করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত