তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট ওয়েন

প্রকাশ : ২০ মে ২০১৬, ১২:৩১

জাগরণীয়া ডেস্ক
তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট তাসাই ইং-ওয়েন। ছবি: এপি

তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তাসাই ইং-ওয়েন। গত জানুয়ারিতে ডেমোক্রেটিক প্রোগেসিভ পার্টির (ডিপিপি) প্রধান নেতা হিসেবে নির্বাচনে জয়লাভ করেন তিনি।

শুক্রবার (২০) তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন বলে জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে শপথ নেন ৫৯ বছর বয়সী তা ইং-ওয়েন। পরে তা ইংকে রাষ্ট্রীয় সিলমোহর প্রদান করা হয়। শপথ নেয়ার পর প্রসাদের বাইরে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট মি ইয়াং জু।

চলতি বছরের ১৬ জানুয়ারি দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) থেকে জয়ী হন ওয়েন। ৫৯ বছর বয়সী ওয়েন ওই নির্বাচনে ৫৬ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী কুয়োমিন্টাং পার্টির (কেএমটি) প্রার্থী এরিক চুকে বড় ব্যবধানে পরাজিত করেন। তিনি পেয়েছিলেন ৩১ শতাংশ ভোট।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত