ফের ভূমিধসের শঙ্কা

প্রকাশ : ১৪ জুন ২০১৭, ১৮:৫৯

জাগরণীয়া ডেস্ক

সাগরে নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই বর্ষার শুরুতে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগে ১৪ জুন (বুধবার) অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদরা পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

নিম্নচাপের প্রভাবে কয়েক দিনের টানা বর্ষণে মঙ্গলবার ভোর থেকে রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় অন্তত ১৩৭ জনের মৃত্যু হয়েছ।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (বর্ষা) প্রভাবে বুধবার বিকাল ৫টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও থাকে।

১২ জুন (সোমবার) রাঙামাটিতে ৩৪৩ মিলিমিটার বৃষ্টির পর মঙ্গলবারও ১৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামি ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত