চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু অর্থায়ন ও ব্যবহার নিয়ে সনাকের মানববন্ধন

প্রকাশ : ০১ মে ২০১৭, ০০:২৬

জাগরণীয়া ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ, ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ৩০ এপ্রিল (রবিবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জে সনাক সভাপতি সেলিনা বেগম, সহসভাপতি গোলাম ফারুক, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে সুনির্দিষ্ট ১০ দফা দাবি সম্বলিত অবস্থানপত্র পাঠ করেন সনাক সদস্য উম্মে সালমা। মানবন্ধনে সনাক সদস্যসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত