ভারি বর্ষণে দুর্ভোগ বাড়ছে হাওড়ে

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ০০:৫৯

জাগরণীয়া ডেস্ক

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড়ে অকালবন্যায় ফসল ডুবি, মাছের মড়ক ও কাজ হারিয়ে দিশেহারা মানুষ। এরই মধ্যে নতুন করে ভারি বর্ষণে ক্ষয়ক্ষতির সঙ্গে বাড়াচ্ছে দুর্ভোগ।

মাঠের পর এবার গ্রামেও ঢুকেছে পানি। ক্ষতিগ্রস্ত হচ্ছে সহস্রাধিক পরিবার সেই সঙ্গে বাতিল করা হয়েছে কমপক্ষে দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা।

হাওড়ে পানি বাড়ায় বৃষ্টির পানি নামতে পারছে না। অপরদিকে দুইদিন ধরে চলছে টানা বর্ষণ। এ কারণে জলাবদ্ধতা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে।

তিন দিনের ভারি বর্ষণে জেলার শ্রীমঙ্গল উপজেলারও বিভিন্ন এলাকার সহস্রাধিক বাড়িঘরে পানি ঢুকেছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া শ্রীমঙ্গল শহরতলির সবুজবাগ, লালবাগ, রূপসপুর, সন্ধানী, শাহীবাগ, সুরভী পাড়া, মুসলিমবাগ, বিরামপুর, শাপলাবাগ, শান্তিবাগ, জেটিরোড, উত্তর ভাড়াউড়া, পশ্চিম ভাড়াউড়া এলাকার অধিকাংশ বাড়িতে একই রকম ক্ষতি হয়েছে।

এদিকে এলাকার চার-পাঁচটি পাহাড়ি ছড়ার দুপাড় দখল করে স্থাপনা তৈরি করায় ছড়ার নাব্যতা কমে যাওয়াকে এ বন্যার জন্য দায়ী করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ভানু লাল রায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত