‘বাঘ’ হত্যা করে খেল মণিপুরবাসীরা

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৭, ১৯:৩৪

জাগরণীয়া ডেস্ক

ভারতের নাগাল্যান্ড ও মণিপুরের সীমান্তবর্তী এক গ্রামে সম্প্রতি রয়েল বেঙ্গল টাইগার হত্যার পর তা খেয়ে ফেলার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাঘ মেরে খাওয়ার ছবি আপলোড হওয়ার পরপরই এ নিয়ে চিন্তায় পরে যায় দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর।

তবে এ অঞ্চলে রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্ব নিয়ে কোনো ধারণাই ছিলোনা তাদের। অনলাইনে ভাইরাল হওয়া ছবি দেখেই এ ঘটনা খতিয়ে দেখার জন্য বন্যপ্রাণী অপরাধ দমন শাখাকে জানায় এনটিসি। এছাড়া ওই দুই রাজ্যে এ ঘটনায় সংশ্লিষ্ট আরো অনেকের কাছে তথ্য চাইছে তারা। 

প্রাথমিকভাবে জানা গেছে, মণিপুর সীমান্তের কাছে ওই বাঘটিতে হত্যা করা হয়। পরবর্তীতে নাগাল্যান্ডের একটি গ্রামে নিয়ে এটিকে খেয়ে ফেলে গ্রামবাসীরা। আর সে সময়ে তোলা কিছু ছবিই ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় এনটিসি’র বরাতে কমল আজাদ জানান, ‘গত বছর নাগাল্যান্ডে রয়েল বেঙ্গল থাকার কথা জানা গিয়েছিল। তবে তার কেনো ছবি মেলেনি। মণিপুরে রয়েল বেঙ্গল থাকার কথা আগে কখনওই শোনা যায়নি। তাই প্রকৃত ঘটনা সামনে আসা খুবই দরকার।’ 

এর আগেও, ভারতের অরুণাচল প্রদেশে রয়েল বেঙ্গল টাইগার হত্যার পর স্থানীয়দের দ্বারা এর মাংস খেয়ে ফেলার খবর পাওয়া যায়।

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত