পাকিস্তানে ২০টি ময়ূরের মৃত্যু

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৭, ১৭:৪৪

জাগরণীয়া ডেস্ক

গ্রীষ্ম যতই এগিয়ে আসছে পাকিস্তানের থর মরুভূমি এলাকার তাপমাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে, ততই ওই এলাকার বাসিন্দা ময়ূর ও ময়ূরের বাচ্চার মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

পাকিস্তানের ‘ডন’ পত্রিকা জানিয়েছে, দেশটির সিন্ধু প্রদেশের থারপারকার জেলায়  ১৬ এপ্রিল (রবিবার) অন্তত ২০টি ময়ূর মারা গেছে। 

স্থানীয় দাশার গ্রামের পরিবেশ আন্দোলন কর্মী মোহাম্মদ সাজান চারো জানিয়েছে, গত দুই দিনে তাদের গ্রামের আশপাশে ১৫টির বেশি মৃত ময়ূর পেয়েছেন।  গত কয়েকদিনে থারপারকার জেলার বিভিন্ন গ্রামে শতাধিক ময়ূর মারা গেছে বলে জানান তিনি।

ওই এলাকার ময়ূরগুলো কেন মারা যাচ্ছে তার কারণ শানাক্ত করা যায়নি। তবে চারোর ধারণা, উষ্ণ আবহাওয়া ও খরার মতো পরিস্থিতির পাশাপাশি রানিখেত রোগ ছড়িয়ে পড়ার কারণে এমন হচ্ছে।

ঘটনা তদন্তে বনবিভাগের কয়েকটি দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থারপারকার জেলার বনকর্মকর্তা আশফাক আহমেদ মেমন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত