সাতক্ষীরার প্রাণ সায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ০১:২৩

জাগরণীয়া ডেস্ক

‘প্রাণ সায়ের খাল সাতক্ষীরার প্রাণ’ এই স্লোগানে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মাবনবন্ধন কর্মসূচিতে সনাক সভাপতি ড. দিলারা বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন, ক্যাম্পেইন উদ্যাপন উপ কমিটির আহবায়ক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী। 

সনাকের ইয়েস সদস্য আব্দুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, শিক্ষানুরাগী অধ্যাপক আনিছুর রহিম, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ডাঃ সুশান্ত ঘোষ, তৈয়্যেব হাসান বাবু, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, জেন্ডার প্রকল্পে’র সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শহরের পানি নিস্কাশনের একমাত্র প্রাণ সায়ের খালটি এখন মৃত্যু প্রায়। একদিকে দখলদারিত্বের প্রভাব অন্যদিকে ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে খালের অবশিষ্ট অংশটুকু। অল্প বৃষ্টিতেই শহরের মধ্যে পানি জমে যায়। খালটি রক্ষার্তে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার যৌথ উদ্যোগ গ্রহণ করা জরুরী।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এএনএম মঈনুল ইসলামের নিকট একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত