‘হারিয়ে যাওয়া বৃক্ষ সংরক্ষণে বনসাই শিল্প গুরুত্বপূর্ণ’

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৩

জাগরণীয়া ডেস্ক

হারিয়ে যাওয়া বৃক্ষকে সংরক্ষণ করতে বনসাই শিল্পের অবদান অপরিসীম। এই শিল্পের প্রসার ঘটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ারও সুযোগ রয়েছে- বললেন  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

১৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় রেডিয়েন্ট বনসাই সোসাইটি কর্তৃক আয়োজিত ১০ম বার্ষিক বনসাই প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

স্পিকার বলেন, এ শিল্পের নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি বাণিজ্যিক গুরুত্ব রয়েছে। এছাড়া শহুরে জীবনে কর্মের ফাঁকে বনসাই এর একটু সবুজের ছোঁয়া ক্লান্তি মুছে আনন্দ যোগায়। বাড়ি-ঘরের আঙিনা, বেলকুনি, ছাদ ব্যবহার করে এবং উপযুক্ত প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে বনসাই শিল্পের প্রসার ঘটাতে সকলের প্রতি আহবান জানান তিনি।

গুলশান নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নি সাহা এবং মনিরুদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আগত অতিথিদেরকে অতিথিদের মধ্যে বনসাই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বনসাই শিল্পীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। পরে স্পিকার বনসাই প্রদর্শনীর বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন।

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত