বাণিজ্য মেলার মাঠে চলছে মাসব্যাপী বৃক্ষমেলা

প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১৭:৪০

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠে চলছে মাসব্যাপী বৃক্ষমেলা।

সরকারি-বেসরকারি ৭৩টি প্রতিষ্ঠানের মোট ১০০টি স্টলে বৃক্ষের সমারোহ। আমসহ বিভিন্ন গাছের চারায় ধরে আছে ফল। প্রথম সপ্তাহেই জমজমাট হয়ে উঠেছে জাতীয় বৃক্ষমেলা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকায় মানুষের মধ্যে যে বৃক্ষরোপণের তাগিদ সৃষ্টি হয়েছে তা ফুটে উঠেছে মেলায়। মেলায় ঘুরে ঘুরে পছন্দের চারা কিনছেন বৃক্ষপ্রেমীরা। ফল ধরে থাকা গাছগুলোর প্রতিই বেশী আগ্রহ বৃক্ষপ্রেমীদের।

মেলায় শিশুদের উপস্থিতিও অনেক। নতুন নতুন বৃক্ষের সঙ্গে পরিচিত হচ্ছে তারা। মেলার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা যেমন বাড়ছে তেমনি সবুজায়ন বাড়বে বলে আশা আয়োজকদের। 

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে গত ১৮ জুলাই থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত