‘বনজ, ফলজ ও ভেষজ গাছ লাগান’

প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৩:৩১

জাগরণীয়া ডেস্ক

পরিবেশ রক্ষায় বনজ, ফলজ ও ভেষজ এই তিন ধরনের গাছ লাগানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

১৮ জুলাই (বুধবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী বৃক্ষ ও পরিবেশ মেলা ২০১৮’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহবান জানান।

তিনি বলেন বাড়ির আঙিনা, ছাদ, সড়ক, অফিস-আদালতের যেখানে পরিত্যক্ত জায়গা আছে, সেখানেই গাছ লাগতে হবে। তাহলে আমরা দেশে ও পরিবেশ রক্ষা করতে পারবো। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনও বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সেই ১৯৮৩-৮৪ সাল থেকে বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করি এবং এ দায়িত্বটা হচ্ছে আমাদের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের। প্রতিবছর ১ আষাঢ় থেকে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয় এবং এ কাজে আমদের সব নেতাকর্মীসহ সব জনগণকে আমরা উদ্বুদ্ধ করি।

তিনি বলেন, আমাদের সরকার পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।  এ বছর জাতীয় বৃক্ষরোপণ অভিযানে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ বীর শহীদের স্মরণে সারা দেশে একযোগে জেলা ও উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষ রোপণ করার ঘোষণা দিয়েছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত