কৃষকের বাড়ি থেকে ১১টি গোখরার বাচ্চা উদ্ধার

প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ১৫:০৮

জাগরণীয়া ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে এক কৃষকের বাড়ি থেকে গোখরা সাপের ১১টি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

১০ জুলাই (মঙ্গলবার) বিকালে উপজেলার সদরপুর ইউনিয়ন ও গ্রামের কৃষক আব্দুল গাফফারের ঘর থেকে স্থানীয় সাপুড়ে ফিরোজ গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করেন।

কৃষক আব্দুল গাফফার বলেন, আমার ঘুমানোর ঘরে একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে সাপুড়ে ফিরোজকে খবর দেওয়া হয়। মা সাপটি পাওয়া না গেলেও,১১টি বাচ্চা পাওয়া যায়। বাচ্চাগুলোকে সাপুড়ে ফিরোজ তার হেফাজতে নিয়ে গেছেন।

সাপুড়ে ফিরোজ জানান, বাড়িতে একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে ওই কৃষক আমাকে খবর দেন। পরে ঘরের মেঝে খুড়ে ১১টি গোখরা সাপের বাচ্চা পাওয়া যায়। তবে মা সাপটিকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুন (শনিবার) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় এক কৃষকের ঘর থেকে ১৯টি গোখরা সাপ ও ডিম উদ্ধার করা হয়। উপজেলার সাতবাড়িযা মুচিপাড়া গ্রামের আব্দুল গণির ঘরের মেঝে খুঁড়ে ১৯টি গোখরা সাপের বাচ্চা ও ১৯টি ডিমের খোসা উদ্ধার করে সাপুড়েরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত