‘জাতীয় কৃষিনীতি-২০১৮’ খসড়া অনুমোদন

প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ১৬:১৬

জাগরণীয়া ডেস্ক
ফাইল ফটো

প্রযুক্তিনির্ভর এবং সমবায়ভিত্তিক কৃষি খামারকে গুরুত্ব দিয়ে জাতীয় কৃষিনীতি-২০১৮ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

৯ জুলাই (সোমবার) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন,দক্ষ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করাই এ নীতিমালার মূল উদ্দেশ্য। এবারের নীতিমালায় প্রযুক্তিনির্ভর ও সমবায়ভিত্তিক কৃষি খামারের উপর জোর দেওয়া হয়েছে। জাতীয় কৃষিনীতি-২০১৩ কে সংশোধন, পরিবর্ধন ও সমৃদ্ধ করে এবারের কৃষিনীতির খসড়া তৈরি করা হয়েছে।

এছাড়া মন্ত্রিপরিষদের আলোচনায় পাট বিষয়টি অন্তর্ভুক্ত এবং তিল ও তিষি চাষ নিয়ে আলোচনা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত