প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব দিল ইইউ

প্রকাশ : ৩১ মে ২০১৮, ১১:৫৯

জাগরণীয়া ডেস্ক

শুধু একবার ব্যবহার হয় প্লাস্টিকের তৈরি এমন পণ্যের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন৷

২৮ মে (সোমবার) এ সংক্রান্ত বিধিনিষেধের খসড়া তুলে ধরা হয়েছে৷কার্যকর হতে হলে ইইউ'র ২৮ সদস্যরাষ্ট্র ও ইউরোপীয় সংসদকে এই খসড়া অনুমোদন করতে হবে৷

প্রস্তাবিত খসড়ায় একবার ব্যবহারের জন্য প্লাস্টিক দিয়ে তৈরি প্লেট, চামচ, কাপ, তরল পানীয় পানের স্ট্র, বেলুনের স্টিক, কান পরিষ্কার করার ‘কটন বাড’-এর উপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে৷ তবে এক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি৷

নবায়নযোগ্য উপকরণ দিয়ে এসব পণ্য তৈরি করতে হবে বলেও খসড়ায় বলা হয়েছে৷

২০২৫ সালের মধ্যে একবার ব্যবহার হয় এমন ৯০ শতাংশ প্লাস্টিকের পানীয় বোতল সংগ্রহ করতে সদস্য রাষ্ট্রগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে৷ এক্ষেত্রে বোতল বিক্রির সময় ডিপোজিট রাখার প্রক্রিয়া শুরু করা যেতে পারে বলে জানিয়েছে ইইউ৷

রিসাইকল না করা প্রতি কেজি প্লাস্টিক বর্জ্যেরজন্য সদস্য দেশগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা হিসেবে ইইউ’র বাজেটে দেয়ার কথাও প্রস্তাবিত খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে৷

পণ্য ব্যবহারের পর সেই আবর্জনা নিয়ে কী করতে হবে তা সেই পণ্যের গায়ে লিখে দিতে বলা হয়েছে৷

এছাড়া এ ধরনের পণ্য যারা উৎপাদন করে, তাদের উপর বর্জ্য ব্যবস্থাপনার খরচ চাপানোর প্রস্তাব করা হয়েছে৷ আর যারা এসব পণ্যের কম দূষণকারী বিকল্প বের করবে, তাদের সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছে৷

ইইউ-র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমামানস বলেছেন, ‘‘প্লাস্টিক বর্জ্য নিঃসন্দেহে একটি বড় ইস্যু এবং এই সমস্যার সমাধানে ইউরোপীয়দের একসঙ্গে কাজ করতে হবে৷’’

এদিকে, ইইউ'র এই প্রস্তাব অনুমোদনের সংকেত দিয়েছে জার্মানি৷ দেশটির পরিবেশমন্ত্রী স্ফেনিয়া শ্যুলৎস বলেছেন, একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে ইউরোপীয় স্তরে কাজ করতে হবে৷

এর আগে জানুয়ারি মাসে ২০৩০ সালের মধ্যে সব প্লাস্টিক প্যাকেজিং রিসাইকল করার প্রস্তাব এনেছিল ইইউ৷

সূত্র: ডয়েচে ভেলে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত