হালদায় আবারো মৃত ডলফিন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ২২:৩৪

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মারা যাচ্ছে বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ডলফিন।

২০ জানুয়ারি শনিবার সকালে প্রায় ছয় ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন হালদা নদী সংলগ্ন কান্তর আলী চৌধুরীহাট বাজারের সেতুর নিচে ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে সংবা পেয়ে মৎস্য কর্মকর্তারা সেখানে যান। কিন্তু জোয়ারের পানিতে মৃত ডলফিনটি সরে যাওয়ায় সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

সর্বশেষ গত ৫ জানুয়ারি গচ্ছাখালি খালে তিনটি মৃত ডলফিন ভেসে ওঠে।

এ প্রসঙ্গে হালদা বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া  বলেন, বালু উত্তোলনকারী ড্রেজারের প্রপেলারের আঘাত মূলত ডলফিনের মৃত্যুর প্রধান কারণ। হালদাতে ২০০ এর মত ডলফিন রয়েছে। তিন মাসে ১৬টি ডলফিনের মৃত্যুর তথ্য রয়েছে। হালদাতে এসব বালু উত্তোলনকারী ড্রেজারের চলাচল বন্ধ না করা হলে বিপন্ন প্রায় এই ডলফিন প্রজাতিকে রক্ষা করা সম্ভব হবে না।

হালদা নদীতে যে ডলফিনের দেখা মেলে, তা গাঙ্গেয় ডলফিন প্রজাতির। ইংরেজিতে একে বলা হয় Ganges River Dolphin; এর বৈজ্ঞানিক নাম Platanista gangetica। এই প্রজাতির ডলফিন বাংলাদেশ, ভারত ও নেপালের নদীতে দেখা যায়। এরমধ্যে ভারতের গঙ্গা ও ব্রহ্মপুত্র, বাংলাদেশের পদ্মা, সুন্দরবনের আশেপাশের নদী এবং চট্টগ্রামের হালদা ও কর্ণফুলী এর  বিচরণ ক্ষেত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত