আগৈলঝাড়ায় ঘনকুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৮, ১৪:৫৯

জাগরণীয়া ডেস্ক

বরিশালের আগৈলঝাড়ায় দু’দিন ধরে কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অধিক শীত ও কুয়াশার কারণে নিম্ন মধ্যবিত্ত ঘরের লোকজন পড়েছেন মহাবিপাকে। তারা দৈনন্দিন কাজের জন্য ঘর থেকে বের হতে পারছেন না। গত কয়েকদিন ধরে শীতের কারণে হতদরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছেন।

শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে পুরনো কাপড়ের দোকানে ভীড় বাড়ছে। গত দু’দিন ধরে আগৈলঝাড়াসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে কনকনে শীত আর ঘন কুয়াশা পাল্লা দিয়ে বাড়ছে। কুয়াশার কারণে দিনের বেশিরভাগ সময় পার হলেও সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা আর কনকনে শীতের কারণে শিশু এবং বয়োবৃদ্ধদের ঠান্ডাজনিত রোগ বেড়েই চলেছে। তীব্র শীত ও কুয়াশার কারণে দিনমজুর শ্রেণির মানুষ তাদের কর্মস্থলে যেতে পারছেন না।

শীতের কারণে ঠান্ডাজ্বর, সর্দিকাশি, হাঁপানি ও ডায়রিয়ার প্রকোপ বেড়ে চলেছে। হাসপাতালে প্রতিদিনই শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত