বিভিন্ন নদ-নদীর ৫৩ পয়েন্টে পানি হ্রাস

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৭, ১৩:৫০

জাগরণীয়া ডেস্ক

দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫৩টি পয়েন্টের পানি হ্রাস ও ২৪টির বৃদ্ধি পেয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রবিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী একটি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ৭টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা-গঙ্গা, সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আপরদিকে মনু ও খোয়াই নদী সমুহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যমুনা নদীর পানি সমতল হ্রাস আগামী ২৪ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে।

গঙ্গা-পদ্মা এবং সুরমা ও কুশিয়ারা নদী সমুহের পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। এদিকে মনু নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেতে শুরু করতে পারে।

গত ২৪ ঘন্টায় নরসিংদী ১১৩ দশমিক ৮ মিলিমিটার এবং ভৈরববাজারে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত