ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৭, ১৩:৩১

জাগরণীয়া ডেস্ক

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

১৮ অক্টোবর (বুধবার) সকালে উপজেলার নওকুচি জিরো পয়েন্ট এলাকা থেকে ওই বন্যহাতির মৃতদেহটি উদ্ধার করে বনবিভাগ।

জানা যায়, ১৮ অক্টোবর (বুধবার) সকালে গরু চরাতে উপজেলার সীমান্ত নওকুচি এলাকায় গেলে জিরো পয়েন্টে মৃত অবস্থায় একটি বন্যহাতি পড়ে থাকতে দেখে স্বাধীন কোচ নামে এক আদিবাসী। পরে স্থানীয় বনবিভাগে খবর দিলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতিটি উদ্ধার করেন। হাতির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বন্যহাতিটি বেশ কয়েকদিন আগেই আঘাত পেয়ে মৃত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে হাতিটির খোঁজ মিলল।

উল্লেখ্য, গত এক মাসের ব্যবধানে শেরপুরে এ নিয়ে মোট চারটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করল বনবিভাগ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত