মালয়েশিয়ায় হাতির দাঁত ও বন রুই আঁশ জব্দ

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১৬:৪৫

জাগরণীয়া ডেস্ক

হাতির ১১৪৮ টি দাঁত ও বন রুই এর পাঁচ টন আঁশ জব্দ করেছে মালয়েশিয়ান বোর্নিওর সাবাহ কাস্টমস। এগুলোর বাজার মূল্য প্রায় ৮০.৫ মিলিয়ন রিঙ্গিত (১ রিঙ্গিত ১৮ টাকা)।

আফ্রিকা থেকে আসা এসব দাঁত ও আঁশ সেপাঙ্গর বন্দর হয়ে চীনে যাচ্ছিলো। চীনে ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে এসব দাঁত আর আঁশ এর ব্যাপক চাহিদা রয়েছে।

রয়াল মালয়েশিয়ান কাস্টম মহাপরিচালক দাতো সুব্রোমনিয়াম শনিবার (৯ সেপ্টেম্বর) বলেন, সেপানগর বে কনটেইনার পোর্ট থেকে গত ২৯ আগস্ট সাবাহ কাস্টমস এগুলো আটক করে।

আটক করা হাতির দাঁতের ওজন প্রায় ৩ টন। যার বাজার মূল্য প্রায় ৯.৯ মিলিয়ন রিঙ্গিত। আর আটক করা বনরুই আঁশ এর বাজার মূল্য প্রায় ৭০.৬ মিলিয়ন রিঙ্গিত।

পাচারে জড়িত সন্দেহে ৪৩ বছর বয়সী এক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তার ৩ বছর জেল ও আটক পণ্যের মোট মূল্যের ১০ থেকে ২০ গুণ জরিমানা হতে পারে।

এর আগে গত ২৯ জুলাই সেপাঙ্গর বে পোর্ট থেকে একশ’ মিলিয়ন রিঙ্গিত মূল্যের বনরুই আঁশ জব্দ করেছিলো সাবাহ কাস্টমস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত