মাথাভাঙ্গা নদীতে সৌর বিদ্যুৎ চালিত ওয়াটার বাস

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ১৮:৪৪

জাগরণীয়া ডেস্ক

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় মাথাভাঙ্গা নদীতে চালানো হয়েছে সৌর বিদ্যুৎ চালিত ওয়াটার বাস। 

১০ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে পরীক্ষামূলকভাবে ওয়াটার বাস চালানো হয়।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি-বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের আওতায় সোলার-ই-টেকনোলজি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এই ওয়াটার বাস নির্মাণ করে।

এদিন বিকেলে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শীর্ষস্থানীয় কর্মকর্তা, বুয়েটের শিক্ষক, নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলী ও সাংবাদিকরা ২৫ আসনের এই ওয়াটার বাসে চড়ে নদীতে ভ্রমণ করেন।

এদের মধ্যে ছিলেন বুয়েটের নৌ-স্থাপত্য ও সমুদ্র প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. শাহজাদা তরফদার, স্রেডার পরিচালক (নবায়নযোগ্য জ্বালানি) রিয়াজ আহমেদ, ইউএনডিপির তিন প্রতিনিধি কাজুসি হিরোহাতা, মাহসিন হামুদা ও মায়িশা আজহার এবং সোলার-ই-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. নাইমুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত