২৫ ফুট লম্বা অজগর মেরে ভোজন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৭, ১৬:২৮

জাগরণীয়া ডেস্ক

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পেকানবারুর স্থানীয়রা ৭.৮ মিটার বা ২৫.৬ ফুট লম্বা বিশালাকার অজগর সাপ হত্যা করে বনভোজন করেছে।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর (শনিবার) সুমাত্রা দ্বীপে এই অতিকায় অজগরের মুখোমুখি হন নিরাপত্তা রক্ষী রবার্ট নবাবন।

সংবাদমাধ্যমের কাছে এমনই জানান স্থানীয় পুলিশ প্রধান সুতার্জা। তাঁর কাছ থেকেই জানা যায় যে, রবার্ট সাপের মাংস খেতে খুব ভালবাসেন। সেই জন্য এই সাপটিকেও তিনি মারতে যান। কিন্তু সাপটি আকারে দৈত্যের মতো হওয়ায় উল্টে রবার্টের উপরেই সে চড়াও হয় এবং তাঁর হাতে কামড়ে দেয়।

রবার্ট গুরুতর চোট পাওয়ার পরে হাসপাতালে গিয়ে ভর্তি হন। কিন্তু তার পরেও অন্য কয়েকজন গ্রামবাসীর উপরে হামলা করে এই দৈত্যাকার সাপ। তখনই এক গ্রামবাসী গাছের গুঁড়ি দিয়ে আক্রমণ করেন। অবশেষে সাপটিকে মেরে তার মাংস দিয়ে বনভোজন করেন গ্রামবাসীরা।

ইন্দোনেশিয়া এবং ফিলিপিনসে প্রায়ই বিশাল অজগর দেখা যায়।

মার্চ মাসে ইন্দোনেশিয়া থেকে এক কৃষক নিখোঁজ হয়ে যান। পরে তার দেহ এরকমই এক বিশাল সাপের পেট থেকে উদ্ধার করা হয়।

সূত্র: এবেলা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত