গাইবান্ধায় ১ লাখ তাল গাছের চারা ও বীজ রোপণ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:১১

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী গাইবান্ধার সাত উপজেলায় এক লাখ তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়েছে।

২০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় গাইবান্ধা জেলা শহরের পৌরসভার পূর্ব কোমরনই কুঠিপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

গাইবান্ধার তিন পৌরসভার মধ্যে গাইবান্ধা পৌরসভা এলাকায় নয় হাজার, গোবিন্দগঞ্জ পৌরসভায় তিন হাজার ও সুন্দরগঞ্জ পৌরসভায় দুই হাজার এবং প্রতিটি ইউনিয়নে এক হাজার ১০০টি করে তালগাছের চারা বা বীজ রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম সাদিকুর রহমান, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুল আলম, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. কা মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) আলিয়া ফেরদৌস জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত