পাহাড়ি ঢলে সুরমায় পানি বিপদসীমার ওপরে

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৭, ২২:৫৪

জাগরণীয়া ডেস্ক

সুনামগঞ্জে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বিপদসীমার ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে আবার অবিরাম বৃষ্টিপাত হয়ে চলছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড, গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত প্রায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বন্যায় ভেসে গেছে ৫ শতাধিক পুকুরের মাছ। বন্যার কারণে গো-খাদ্যের সংকট তীব্র আকার ধারণ করেছে। এছাড়া ৪ হাজার হেক্টর জমির রোপা আমন ও ১৫ হেক্টর সবজি নষ্ট হয়ে গেছে এতে ১২ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৯০টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্ধশত মাধ্যমিক বিদ্যালয়ের পানি প্রবেশ করেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 

জেলা প্রাণি সম্পদ অফিস জানায়, ৯ লাখ ৯২ হাজার ৬৫০টি গরু, ৫ হাজার ৫০৫টি মহিষ, ১ লাখ ৮৫ হাজার ৬০২টি ছাগল, ৮৫ হাজার ৬০৪টি ভেড়া, ২৫ লাখ ১৩ হাজার ৮৩৩ হাঁস, ২৩ লাখ ৩৬ হাজার ৬৩০টি মোরগ-মুরগি রয়েছে। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, পরপর দুই দফা বন্যায় গবাদি পশুর খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত