পিরোজপুরে উচ্চাঙ্গ সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রকাশ : ০৩ মে ২০১৭, ১৮:৫১

জাগরণীয়া ডেস্ক

১৯৭১ সালে গানের মাধ্যমে, আবৃতির মাধ্যমে, কবিতার মাধ্যমে, উচ্চাঙ্গ সংঙ্গীতের মাধ্যমে এ দেশের স্বাধীনতার অগ্রযাত্রাকে শিল্পীরা এগিয়ে নিয়েছিলো। সেই সংগঠনের কথা চিন্তাকরেই ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সেই শিল্পকলার একটি অংশ জেলা শিল্পকলা একাডেমি।

পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী এসব কথা বলেন।

৩ মে (বুধবার) সকালে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৭ দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌর এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ সংগীতের প্রশিক্ষক তাপস দাস, কেন্দ্রিয় শিল্পকলা একাডেমির তবলার প্রশিক্ষক চঞ্চল মন্ডল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য ইমরান হোসেন টারজান, মাহাফুজ আহম্মেদ। ৭ দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উচ্চাঙ্গ সংগীত শিল্পীরাসহ প্রায় ৬৫ জন শিল্পীরা অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত