মাদাম তুসো জাদুঘরে আশা

প্রকাশ : ১৫ জুন ২০১৭, ০১:২৯

জাগরণীয়া ডেস্ক

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শচীন তেন্ডুলকার থেকে শুরু করে কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত এর মতো ভারতীয় তারকাদের পর এবার মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে জায়গা করে নিতে চলেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে।

১৩ জুন (মঙ্গলবার) মাদাম তুসো নিউ দিল্লি ঘোষণা করে যে তাদের বলিউড মিউজিক জোন বিভাগে স্থাপন করা হবে আশা ভোঁসলের মূর্তি। শুধু তাই নয়, মূর্তির সঙ্গে ছবি তোলার পাশাপাশি তার সঙ্গে গানও গাইতে পারবেন ভক্তরা।

জানা যায় গত বছর মুম্বাইতে মাদাম তুসো কর্তৃপক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। বিভিন্ন ধরনের ছবির পাশাপাশি তার চেহারার প্রায় ১৫০ ধরনের মাপ নেওয়া হয়। 

মাদাম তুসোয় নিজের মূর্তি নিয়ে খুবই উৎফুল্ল আশা ভোঁসলে।

উল্লেখ্য, দীর্ঘ ছয় দশক ধরে হাজারেরও বেশি হিন্দি ছবিতে গান গেয়ে ভারতীয় ছবির সংগীতকে সমৃদ্ধ করে আসছেন আশা ভোঁসলে। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম, বাংলাসহ বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন তিনি। তার সুরের জাদু আজও মুগ্ধ করে শ্রোতাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত