ম্যানচেষ্টারের নাগরিকত্ব পাচ্ছেন আরিয়ানা

প্রকাশ : ১৪ জুন ২০১৭, ১৫:৩৯

জাগরণীয়া ডেস্ক

মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডে ম্যানচেষ্টারের ‘সম্মানসূচক নাগরিকত্ব’ পাচ্ছেন। ম্যানচেষ্টার সিটি কাউন্সিল, শহরটিতে বিশেষ অবদান রাখার জন্য  ‘বিশেষ নাগরিকত্ব’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই গায়িকাই হতে যাচ্ছেন এই ক্যাটাগরিতে প্রথম সম্মানিত নাগরিক। আরিয়ানা গ্রান্ডে ওয়ান লাভ ম্যানচেষ্টার নামে একটি কনসার্টে অংশ নেন, যে কনসার্টটি এই গায়িকার পুর্বে অনুষ্ঠিত একটি কনসার্টে নিহতদের স্মরণে আয়োজন করা হয়।

৪ জুন ওয়ান লাভ ম্যানচেস্টার' শিরোনামে এ কনসার্টে গান করেন আরিয়ানার সাথে গান করেন জাস্টিন বিবার, কোল্ড প্লে ও কেটি পেরির মতো উদীয়মান তারকারা।

২২ মে ম্যানচেষ্টার সিটি হলে আরিয়ানা গ্রান্ডের কনসার্টে একটি সহিংস হামলার ঘটনার পর যুক্তরাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়।

উই লাভ ম্যানচেস্টার শিরোনামে ম্যানচেস্টার সিটি কাউন্সিল এবং ব্রিটিশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত কনসার্ট থেকে অর্জিত 'অর্থ ব্যয় করা হয় আরিয়ানার কনসার্টে আহতদের সাহায্যার্থে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত