গীতিকার ফারিয়া প্রেমার প্রথম অ্যালবাম

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৭, ১২:৫৪

জাগরণীয়া ডেস্ক

ফারিয়া প্রেমা একজন কবি, উপন্যাসিক, সঙ্গীত শিল্পী এবং গীতিকার। ২৯ এপ্রিল (শনিবার) ধানমন্ডির এআর প্লাজার (সোবহানবাগ মসজিদের পাশে) কনভেনশন হলে সন্ধ্যা ৭টায় ফারিয়া প্রেমার প্রথম একক সঙ্গীত অ্যালবাম ‘অনেক দিনের পরে জানো’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। অ্যালবামের নয়টি গানের পাঁচটির কথা শিল্পীর নিজের লেখা। 

যুক্তরাষ্ট্র প্রবাসী আবির মান্নান(বি আই এম) সুর ও সঙ্গীতায়োজন করেছেন। গানগুলোর রেকর্ডিং হয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারতে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং ভারতের বিভিন্ন শিল্পী গিটার-সাক্সোফোনসহ বিভিন্ন ইন্সট্রুমেন্ট অ্যালবামে বাজিয়েছেন। বাকি চারটি গানের একটি লিখেছেন প্রয়াত সুমিত। আর রয়েছে তিনটি কাভার গান।

অ্যালবামটির সিডি বাজারে আনছে আজব রেকর্ডস। এছাড়াও আইটিউন্স, আমাজন, স্পটিফাই ইত্যাদি অনলাইন মিউজিক শপসহ মোবাইল ফোনগুলোর মিউজিক অ্যাপে অ্যালবামটি শীঘ্রই পাওয়া যাবে।

২০১৩ সালে অমর একুশে বইমেলায় ফারিয়া প্রেমা এর কাব্যগ্রন্থ ‘অবমানবের শার্সি’ প্রকাশিত হয়। ২০১৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘আরশি’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত