নওশীনের প্রযোজনায় হিল্লোলের প্রথম অভিনয়
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৭, ১৩:২৪


নওশীন নাহরীন মৌ মিডিয়ার শুরুটা রেডিও টুডে, রেডিও ফূর্তি হলেও গেল কয়েক বছর অভিনয় এবং প্রযোজনা-দুটোই সমানতালে সামলে আসছেন। অভিনয়ে জনপ্রিয়তার পর প্রযোজনায়ও বেশ সফল তিনি।
অন্যদিকে, আদনান ফারুক হিল্লোল লম্বা সময় অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন। টুকটাক অভিনয় করলেও মূলত ব্যস্ত থেকেছেন অন্তর্জালকেন্দ্রিক মিডিয়া ব্যবসা ‘থার্ডবেল’-এর হেডকোয়ার্টারে। সেটি এখনও চলছে। তবে সম্প্রতি নিজেকে আবারও নিয়মিত অভিনেতার সারিতে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে এই তারকা দম্পতি একসঙ্গে অসংখ্য নাটকে জুটি বাঁধলেও এতদিন প্রযোজক স্ত্রীর কোনও নাটকে অভিনয় করা হয়নি হিল্লোলের। তবে সম্প্রতি সেই অভাবটাও পূর্ণ হলো দু’জনার।
নওশীনের প্রযোজনায় একটি মিনি সিরিয়ালে (৬ পর্ব) অভিনয় করলেন হিল্লোল। নাম ‘সার্কাস ফ্যামেলি’। আলভী আহমেদের পরিচালনায় এই ধারাবাহিকটি প্রচার হচ্ছে ২৯ এপ্রিল (শনিবার) থেকে ৪ মে (বৃহস্পতিবার) পর্যন্ত দীপ্ত টিভিতে। এতে হিল্লোল ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ঈশানা, মনিরা মিঠু প্রমুখ।
স্ত্রী নওশীনের প্রযোজনায় প্রথম অভিনয় প্রসঙ্গে হিল্লোল বলেন, এতদিন প্রযোজক নওশীনের নাটকে কাজ করা হয়নি, ইচ্ছে করেই। আমরা নিজেরই চাইনি। তাছাড়া আমি মাঝে অভিনয় থেকেও দূরে ছিলাম। তবে এবার চিত্রনাট্যের দাবিতে হয়ে গেল। প্রযোজক চাইলে, চরিত্র মিললে সামনে আরও হবে! কারণ এখন আবার নিয়মিত অভিনয় শুরু করেছি।
হিল্লোল জানান, এরমধ্যে তিনি আরও একটি মিনি সিরিজের শুটিং শেষ করেছেন। নাম ‘জারজ’। এটি জিটিভির ‘অ্যাকশন আওয়ার’-এ প্রচার হবে ৬ থেকে ১১ মে পর্যন্ত। এছাড়া আসছে ঈদের জন্য ইফতেখার আহমেদ ফাহমির দুটি ও শহীদুজ্জামান সেলিমের একটি বিশেষ নাটকেও কাজের কথা চূড়ান্ত হয়েছে। এরমধ্যে আরও কয়েকটি মিনি সিরিজে যুক্ত হওয়ার কথাও চলছে তার।
- আসিফা ধর্ষণের প্রতিবাদে অটোরিকশাচালকদের বিক্ষোভ
- রিজার্ভ ট্যাংকের পানিতে ডুবে নারীর মৃত্যু
- 'আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন না'
- অবশেষে বয়স্ক ভাতা পাচ্ছেন ১০৬ বছরের আছিয়া
- বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণচেষ্টা: ৩ জনের রিমান্ড
- বনমালী তুমি পরজনমে হইও রাধা
- ‘গ্লোবাল উইমেনস’ লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন প্রধানমন্ত্রী
- শেখ হাসিনার প্রশংসায় মুখর নরেন্দ্র মোদি
- বাঁচানো গেল না কবরস্থানে ‘জেগে’ ওঠা শিশুটিকে
- প্রতিবাদের রাজনীতি
- শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড ভারতে
- ৯ দিন ধরে নিখোঁজ সঙ্গীত শিক্ষক মনিকা
- বনমালী তুমি পরজনমে হইও রাধা
- বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
- হালদা’র মাছ বাঁচবে তো?
- সামির বিরুদ্ধে এবার অর্থপাচারের অভিযোগ হাসিনের
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরবর্তী পরীক্ষা ৪ মে
- প্রতিবাদের রাজনীতি
- ‘বের করে দেওয়া’ ছাত্রীরা হলে ফিরেছেন: প্রভোস্ট
- ভারতের বর্বর প্রথা: নববধূদের কুমারীত্বের পরীক্ষা