ইমনের জয়

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৭, ২১:১৪

জাগরণীয়া ডেস্ক

‘তুমি যাকে ভালোবাসো’ গানটির জন্য সেরা গায়িকা হয়েছেন ইমন চক্রবর্তী। একইসাথে গানটির গীতিকার অনুপম রায় সেরা গীতিকার হয়েছেন। ৭ এপ্রিল (শুক্রবার) ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হলে তারা জাতীয় স্বীকৃতি পান।

প্রকাশের পর থেকেই ‘তুমি যাকে ভালোবাসো’ লুফে নেন দুই বাংলার শ্রোতারা। অনেকেরই প্রিয় গানের তালিকায় উঠে আসে এটি। ৩ মে তাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

এদিকে পুরস্কার প্রাপ্তির পর দুই বাংলার শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন গায়িকা ইমন। একটি গান তাঁকে এভাবে ভরিয়ে তুলবে, এ তিনি কখনো ভাবেননি।

ইমন চক্রবর্তী জানালেন, বিভিন্ন অঙ্গন থেকে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। শুভেচ্ছা জানাচ্ছেন ফেসবুক ও মুঠোফোনে। এরই মধ্যে গত রাতে কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে ফেসবুক লাইভে প্রথমবারের মতো কথা বলেন ইমন। অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান সবাইকে। আজ সকালে মুঠোফোনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের সংস্কৃতিমন্ত্রী অরূপ বিশ্বাস।

ইমন জানান, শিগগির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। 

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ‘প্রাক্তন’ ছবিতে ব্যবহার করা হয়েছিলো গানটি। ইমন ও অনুপম বাংলাদেশের শ্রোতাদেরও পছন্দের শিল্পী। এখান থেকেও তাদের গান বেরিয়েছে।

উল্লেখ্য, ‘তুমি যাকে ভালোবাসো’ গানটির জন্য কিছুদিন আগে ফিল্মফেয়ার ও রেডিও মিরচি পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী।

‘তুমি যাকে ভালোবাসো’ গানের ভিডিও
 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত