পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন পালিত

প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৭, ১৭:০৫

জাগরণীয়া ডেস্ক

পাবনায় পালন করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৮৬তম জন্মদিন। আলোচনা সভা, কেক কাটা ও চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করা হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) পাবনার হেমসাগর লেনে অবস্থিত সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত বাড়িতে তার জন্মদিন পালনের আয়োজন করে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন, সাংবাদিক আব্দুল মতীন খান, সুচত্রিা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক প্রলয় চাকী প্রমুখ।

পরে আনন্দঘন পরিবেশে কেক কেটে মহানায়িকার জন্মদিন পালন করা হয়। কেক কাটার পর সুচিত্রার বাড়িতে স্বল্প পরিসরে স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করেন অতিথিরা। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সংগ্রহশালা ঘুরে দেখেন। প্রাথমিকভাবে এ সংগ্রহশালায় সুচিত্রা সেনের বিভিন্ন চিত্র প্রদর্শণীর ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত