রাখী সাওয়ান্ত গ্রেপ্তার

প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৭, ১৮:১৪

জাগরণীয়া ডেস্ক

রামায়ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পঞ্জাব পুলিশ রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারি পরোয়ানা আগেই জারি করেছিল পঞ্জাবের লুধিয়ানার একটি স্থানীয় আদালত।

পৌরাণিক হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’-এর লেখক ঋষি বাল্মীকিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন অভিনেত্রী। এরপরেই রাখীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়। ২ এপ্রিল (রবিবার) লুধিয়ানা পুলিশ জানায়, ২০১৬ সালে একটি অনুষ্ঠানে ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাখী। এতে বাল্মীকি সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

অভিযোগে বলা হয়েছে, বাল্মীকি সম্প্রদায় ও ঋষি বাল্মীকি অনুগামীদের আঘাত করেছেন রাখী। এই অভিযোগের ভিত্তিতে ৯ মার্চ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করা হয়। পুলিশি তলব পাঠানো সত্ত্বেও ওই দিন আদালতে হাজির হননি রাখি। এরপরই লুধিয়ানার দু’জন পুলিশ সদস্য মুম্বইয়ের উদ্দেশে রওনা হন এবং আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত