গ্রেপ্তারের পথে মমতা

প্রকাশ : ৩১ মার্চ ২০১৭, ১৮:৩৫

জাগরণীয়া ডেস্ক

আন্তর্জাতিক মাদক-পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ মমতা কুলকার্নীর বিরুদ্ধে অনেক দিন থেকেই। আর এই মামলায় গ্রেপ্তার হতে চলেছেন বলিউডের প্রাক্তন এ অভিনেত্রী। 

প্রথম থেকে নিজেকে নির্দোষ দাবি করলেও ২৯ মার্চ (বৃহস্পতিবার) অভিনেত্রী মমতা কুলকার্নি এবং তার স্বামী ভিকি গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ভারতের পুলিশের হাতে তাদের বিরুদ্ধে মাদক পাচার করার প্রমাণ রয়েছে। যার ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হবে। 

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, মাদক তৈরির মূল দ্রব্য ভারত থেকে নিয়ে গিয়ে কেনিয়ায় প্রস্তুত করা হত। এই দলের সঙ্গে যুক্ত মমতা ও তার স্বামী।

সূত্র আরও জানায়, গেল বছর সোলাহপুরে অ্যাভন লাইফসায়েন্সে তল্লাশি চালিয়ে প্রায় দু’ হাজার কোটি টাকা মূল্যের ১৮.৫ টন মাদক উদ্ধার করে মহারাষ্ট্র পুলিশ। পরে পুলিশ জেনেছিল ওই অ্যাভন লাইফ সায়েন্স থেকে কেনিয়ার এক সংস্থায় মাদক পাচার করা হয়। সেখানেই পার্টিতে ব্যবহৃত বিশেষ মাদক তৈরি হয়। সেই চক্রেরই মালিক হলেন মমতার স্বামী ভিকি। সে সময় এই ঘটনায় পুলিশ দশজনকে গ্রেপ্তার করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত