লা লা ল্যান্ড নয়, মুনলাইট (ভিডিও)

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৫

জাগরণীয়া ডেস্ক

অস্কারের মঞ্চে তখন টানটান উত্তেজনা। ঘোষণা করা হবে বক্স অফিসের সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি। শুরু থেকেই আলোচনায় থাকা মিউজিক‌্যাল ‘লা লা ল‌্যান্ড’ ততক্ষণে সেরা পরিচালক, অভিনেত্রীসহ ছয়টি বিভাগের পুরস্কার জিতে নিয়েছে। ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত ঘোষণায় সেরা চলচ্চিত্র বিভাগেও এল ‘লা লা ল‌্যান্ড’ এর নাম। ছবির কলাকুশলী থেকে শুরু করে টেলিভিশন সেট এর সামনে থাকা দর্শক, ভক্ত, সংবাদকর্মী সবাই তখন সেই খবর ছড়িয়ে দিতে ব্যস্ত।

কিন্তু ৪ মিনিটের মধ্যেই ভুল ভাঙলো। বিবিসি লাইভ লিখল- থামো! ‘লা লা ল‌্যান্ড’ নয়, এক কৃষ্ণাঙ্গ সমকামী তরুণের বেড়ে ওঠার গল্প নিয়ে সিনেমা ‘মুনলাইট’ এবারের অস্কারের সেরা চলচ্চিত্র।

বিবিসি, রয়টার্স ও ভ‌্যারাইটি ম‌্যাগাজিনের খবরে জানা যায় আসলে কি ঘটেছিল তখন। 

শেষ এই পুরস্কারের নাম ঘোষণা করছিলেন ওয়ারেন বেটি আর ফে ডানঅ‌্যাওয়ে। আর এর ঠিক আগেই ‘লা লা ল‌্যান্ড’ এ অভিনয়ের জন‌্য এমা স্টোন পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ফে ডানঅ‌্যাওয়ে ‘ভুল করে’ সেই খামটিই তুলে দিলেন বেটির হাতে।  

খাম খুলে এমা স্টোনের নাম দেখে বিভ্রান্ত বেটি তা ডানঅ‌্যাওয়ের হাতে দিলেন। সেরা চলচ্চিত্রের নামটি ঘোষণা করলেন তিনিই।

ততক্ষণে ছয় ছয়টি অস্কার পেয়ে আনন্দে উদ্বেলিত ‘লা লা ল্যান্ড’ এর পরিচালক ডেমিয়েন শেজেলসহ কলাকুশলীরা মিনিটখানেকের মধ্যে পৌঁছে গেলেন মঞ্চে অস্কার নেওয়ার জন্য।

কিন্তু হঠাৎই দৌড়ে এলেন ভোট গণনার দায়িত্বে থাকা অ‌্যাকাউন্টেসি ফার্ম প্রাইসওয়াটার হাউসকুপারসের ব্রায়ান কালিনান ও মার্থা রুই। কোন নমিনি কত ভোট পেয়েছে সেটা শুধু তারাই জানতেন। ফলে ভুলের বিষয়টি ধরতে পারেন কেবল তারাই।  

মঞ্চে উঠে তারা নাম ঘোষণার খামটি আবারও দেখতে বললেন বেটিকে। তারপরই সব বদলে গেল। ঘোষিত হল: ২০১৭ সালে সেরা ছবির অস্কার পেয়েছে বেরি জেনকিন্সের ‘মুনলাইট’। সবার ভুল ভাঙাতে লা লা ল‌্যান্ডের প্রযোজক জর্ডন হরোউইৎজ সবার সামনে সঠিক নামের কার্ডটিও তুলে দেখালেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত