ইরানি অভিনেত্রীর অস্কার বয়কট

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৭, ১৭:৪৮

জাগরণীয়া ডেস্ক
ইরানি অভিনেত্রী তারানা আলিদুস্তি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম দেশগুলোর অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব তোলার প্রতিবাদে হলিউডে আগামি ২৬ ফেব্রুয়ারি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৯তম আসরে অংশ নেবেন না ইরানি অভিনেত্রী তারানা আলিদুস্তি।  বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি।

এবারের অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে তারানা আলিদুস্তি অভিনীত ‘দ্য সেলসম্যান’। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর মতে, ট্রাম্পের এমন পদক্ষেপ বর্ণবাদী। টুইটারে তিনি বলেছেন, ‘ইরানিদের জন্য ট্রাম্পের ভিসা নিষিদ্ধ করার সিদ্ধান্ত বর্ণবাদী আচরণ। সাংস্কৃতিক আয়োজনগুলো এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকুক আর না থাকুক, প্রতিবাদস্বরূপ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নেবো না।’

প্রসঙ্গত, সিরিয় শরণার্থীসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সিরিয়া, সুদান, সোমালিয়া, ইরাক, ইরান, লিবিয়া ও ইয়েমেনের অভিবাসীদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে শিগগিরই ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করবেন বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত