হৈমন্তী ছবিতে কলকাতার ঝিলিক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৬, ১৮:৪৪

জাগরণীয়া ডেস্ক

বেশ কয়েকবছর ধরেই বাংলাদেশের নাটক সিনেমায় বাড়ছে কলকাতার অভিনয় শিল্পীদের পদচারণা। দর্শকপ্রিয়তাই এই পদচারণা বৃদ্ধির মূল কারণ বলে মনে করছেন নির্মাতারা। কলকাতার টেলিভিশন সিরিয়ালের এদেশীয় জনপ্রিয়তার কারণে বাংলাদেশের নাটকে অহরহ দেখা যাচ্ছে কলকাতার সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের। এই ধারাবাহিকতায় এবার এদেশীয় চলচ্চিত্রে কাজ করলেন ওপার বাংলার অভিনেত্রী তিথি বসু। তিনি জনপ্রিয় কলকাতার সিরিয়াল ‘মা’ নাটকে ঝিলিক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি ডায়েল রহমান পরিচালিত ‘হৈমন্তী’ ছবিতে তিনি অভিনয় করেছেন।  

পরিচালক ডায়েল রহমান বলেন, ‘চরিত্রের প্রয়োজনেই আসলে তিথি বসুকে নিয়ে কাজ করেছি। এরই মধ্যে ছবির শুটিং শেষ করেছি। এখন ছবির এডিটিং করছি। আগামী মাসের দিকে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেবো। তা ছাড়া আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।’

ডায়েল আরো বলেন, ‘ছবিটি প্রথমে সিনেমা হলে মুক্তি দিলেও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার করার চিন্তা আছে। ছবির শুটিং শুরু করেছিলাম জুন মাসে। বাংলাদেশেই ছবির শুটিং করেছি। কালিয়াকৈর জমিদারবাড়িতেই বেশির ভাগ শুটিং করা হয়েছে। আমি সব সময় চেষ্টা করি, ঐতিহাসিক বিষয় নিয়ে কাজ করতে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সব সময়ের জন্যই উপযুক্ত। আমি মনে করি, এই ছবিটি দর্শক পছন্দ করবেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত