‘গৃহবধূরা সবচেয়ে বড় সিইও’

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১৮:০৪

জাগরণীয়া ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন বলেছেন, ‘গৃহবধূরাই ভারতের সবচেয়ে বড় সিইও। তাদের সঠিক সম্মান পাওয়া উচিত। দেশ জুড়ে তাদের কাজের প্রশংসা হওয়া উচিত। গৃহবধূরা যা কাজ করেন তার সামনে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যায়।’

গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এ ‘ফান্নে খান’ ছবির প্রচারণার জন্য গিয়েছিলেন ঐশ্বরিয়া। আর সেখানেই এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৯৭ সালে তামিল ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন তিনি। একই বছর মুক্তি পায় তার অভিনীত প্রথম বলিউড ছবি ‘অর পেয়ার হোগায়া’।

এরপর ‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’, ‘রেইনকোট’, ‘মোহাব্বাতে’, ‘ধুম টু’, ‘যোধা আকবর’র মতো ব্লকবাস্টার ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি। শুধু হিন্দি নয়, বাংলা এবং হলিউড ছবিতেও কাজ করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত