হাসপাতালে মিতা হক

প্রকাশ : ২৭ জুলাই ২০১৮, ২০:৫০

জাগরণীয়া ডেস্ক

আট দিন ধরে হাসপাতালে জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক। দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন এই শিল্পী। গত সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বরেও আক্রান্ত হয়েছেন। এরপর থেকেই তার চিকিৎসা চলছে।

তার মেয়ে ফারহিন খান জয়িতা জানান, গত ১৯ জুলাই তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশ গুরুতর হওয়ায় কয়েকদিন তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে এখন মিতা হকের অবস্থা কিছুটা ভালো। তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। আট দিন ধরে হাসপাতালে আছেন মিতা।

দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক বিভিন্ন সময়ে জাতীয় রবীন্দ্র সম্মিলন, ছায়ানটসহ বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তার মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীত শিল্পী। তিনি অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত