আজ জাতীয় চলচ্চিত্র দিবস

প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৮, ০৩:৫৬

জাগরণীয়া ডেস্ক

৩ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় চলচ্চিত্র দিবস। এবার নিয়ে দেশে ষষ্ঠবারের মতো জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হতে যাচ্ছে। ২০১২ সালে এই বিশেষ দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। 

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও বর্ণিল আয়োজনে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি আলাদাভাবে দিবসটি পালনের আয়োজন করেছে।

বরেণ্য অভিনেতা হাসান ইমামকে সভাপতি করে এবারের অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

সকাল ৯ টা ৩০ মিনিটে এফডিসি চত্বরের মূল মঞ্চে চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর স্বাগত বক্তব্য রাখবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে আরো থাকছে সকাল ১১ টায় র‍্যালী, ১১ টা ৩০ মিনিটে মেলা উদ্বোধন, ১২ টায় টক শো, রেড কার্পেট সংবর্ধনা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, বিকেল ৩ টায় সেমিনার ও ৫ টায় চিত্রতারকাদের উপস্থিতিতে সংস্কৃতিক অনুষ্ঠান। চলচ্চিত্র দিবসের এই আয়োজনে উপস্থাপনা করবেন ফেরদৌস, পিয়া জান্নাতুল ও ইমন।

অনুষ্ঠানে জনপ্রিয় গানে অংশ নেবেন রোজিনা, অঞ্জনা, সাইমন, মাহি, জায়েদ খান, পপি, রোমানা নীড়, জয় চৌধুরী, সাঞ্জু জন, বিপাশা কবির, শিরিন শিলা, শিপন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত