আসছে ডাবিংবিহীন চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’

প্রকাশ | ১৪ মার্চ ২০১৮, ১৯:৪৬

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রথম পুরোপুরি লোকেশন সাউণ্ডের উপর নির্মিত চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’ আগামি ২৩ মার্চ দেশে মুক্তি দেয়া হবে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, শিউলি আক্তার প্রমুখ। প্রধান শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুর অনিন্দ্য।

ছবিটি পরিচালনা করেছেন বিজন ইমতিয়াজ। শব্দগ্রহণে ছিলেন আনিস জন ও মার্ক কলম্বাস। ছবির শুটিং করতে সময় লেগেছে পাঁচ বছর। ছবিটির প্রযোজক ছিলেন আরিফুর রহমান। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন রামশ্রেয়াস রাও এবং এন্ড্রু ওয়েসমান।

সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২০১৬ সালে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ওই বছরেই শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ‘মাটির প্রজার দেশে’। গুপী বাঘা প্রডাকশনস লিমিটেডের ছবি ‘মাটির প্রজার দেশে’ এরই মধ্যে সারা বিশ্বের বিশটিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। 

আগামি ২৩ মার্চ থেকে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারস, রাজশাহীর উপহারসহ আরো বেশ কিছু হলে ছবিটির মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানালেন নির্মাতারা।