নারীর ঘুরে দাঁড়ানোর গল্প ‘অনামিকার নীল উপাধ্যায়’

প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ১৭:৫৩

জাগরণীয়া ডেস্ক

ধর্ষণ একটি নারী নির্যাতন আর এই নির্যাতনের শিকার নারীদের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অনামিকার নীল উপাধ্যায়’। সকল ধর্ষিতা নারীদের উৎসর্গ করে নির্মিত এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহী।

বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া অনামিকার জীবনে হঠাৎই ঘটে যায় এক দুর্ঘটনা আর এলোমেলো হয়ে যায় তার জীবন। আত্মহত্যা নয় বরং বিপুল ঘুরে দাঁড়ানো অনামিকার জীবনে আসে তুর্য। সে কী শেষপর্যন্ত অনামিকার পাশে থাকবে-তা নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘অনামিকার নীল উপাধ্যায়’।

নাটকে অনামিকা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, বিপরীতে রয়েছেন আবদুন নূর সজল। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন সুষমা সরকার, শেলি আহসান, খালেকুজ্জামান প্রমুখ।

আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে নির্মিত নাটকটি আগামি ৯ মার্চ (শুক্রবার) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত